একটি জয়ের খোঁজে শুক্রবার আইরিশদের সামনে বাংলাদেশ


প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৮ মে ২০১৭

আয়ারল্যান্ডের আবহাওয়া নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আবার ঘনকালো মেঘেঢাকা আকাশ ফুড়ে জ্বলজ্বল করে উঠতে পারে গনগনে সূর্য। চলমান ত্রিদেশীয় সিরিজের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত সিরিজগুলো সম্পূর্ণ হওয়ার হার মাত্র ৩১.৫ ভাগ। বাকিগুলোর সবই পড়েছিল বৃষ্টির কবলে।

ত্রিদেশীয় সিরিজের আগে আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে আইরিশদের সিরিজেও ছিল বৃষ্টির ভাগড়া। দুই সিরিজেই আফগানদের কাছে ৩-২ এবং ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরেছে আইরিশরা।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি তো ভেসে গেলো বৃষ্টিতে। টস হেরে বাংলাদেশ ব্যাট শুরু করার পর, মাঝপথেই নামে বৃষ্টি। শেষ পর্যন্ত বাতিলই ঘোষণা করতে হয়েছে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিল। যদিও, অল্পক্ষণ বৃষ্টির পর আবার আকাশ স্বাভাবিক হয়ে গেলে খেলা পুরোপুরি অনুষ্ঠিত হয়।

সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচেও ছিল বৃষ্টির শঙ্কা। যদিও শেষ পর্যন্ত বৃষ্টির ছিটেফোটাও ছিল না। রৌদ্রোজ্জল আবহাওয়ায় ম্যাচটি স্বাভাবিকভাবেই শেষ হয়। এই ম্যাচে বাংলাদেশ হেরে যায় ৪ উইকেটের ব্যবধানে।

সিরিজটি বাংলাদেশ শুরু করেছিল একটা স্বপ্ন নিয়ে। দুই ম্যাচে আয়ারল্যান্ডকে এবং অন্তত এক ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই র্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৬-এ উঠে যাবে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার কারণে বাংলাদেশের সেই স্বপ্ন এখন অনেকটা ফিকে। এমনকি রেটিং পয়েন্ট কমে যাওয়ারও শঙ্কা দেখা দিয়েছে।

এমনই এক পরিস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের মালাহাইদে দি ভিলেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার বিকাল পৌনে ৪টায় শুরু হবে আইরিশদের বিপক্ষে মাশরাফিদের প্রথম জয় খোঁজার মিশন। এই ম্যাচেও রয়েছে বৃষ্টির তুমুল সম্ভাবনা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।