হোস্টেলে নারী খেলোয়াড়ের আত্মহত্যা


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৭ মে ২০১৫

কেরেলার স্পোর্টস হোস্টেলে থাকা এক নারী খেলোয়াড় আত্মহত্যা করেছে। আরও তিনজন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
বৃহস্পতিবার চার খেলোয়াড়কেই তাদের রুমে অজ্ঞান পাওয়া যায়। ঐ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত পাওয়া যায় আর বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানান, র‍্যাগিং এর জন্যই এ ঘটনা ঘটেছে আর বিশাক্ত এক ফল খেয়ে তারা আত্মহত্যার চেষ্টা করে।

পুলিশ আরও জানান, তাদের রুম থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে, আর ধারণা করা হচ্ছে র‍্যাগিং এর জন্যই তারা আত্মহত্যা করেছে। অপর্ণা রামচন্দ্রন পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে অপর্ণা বলেছেন তাদের  শারীরিক এবং মানসিকভাবে হয়রানি করা হয়।

তবে হোস্টেল কর্তৃপক্ষ র‍্যাগিং এর বিষয়টি অস্বীকার করে বলেন, তারা মদ্যপান করতো। এ বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল।
তবে এ বিষয়ে কেরেলার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সত্যি দুঃখজনক আর এ বিষয়ে তদন্ত করা হবে প্রশিক্ষণকালে তাদের কোন রকম যৌন হয়রানি করা হয়েছে কি না।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।