২ মাস নিষিদ্ধ মোহাম্মদ নওয়াজ


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৭ মে ২০১৭

পিএসএল ফিক্সিং ঘটনায় এবার নিষেধাজ্ঞার শিকার হলেন পাকিস্তানের আরেকজন ক্রিকেটার, মোহাম্মদ নওয়াজ। ২ মাসের সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার প্রতি। সঙ্গে জরিমানা করা হয়েছে ২ লাখ রুপি।

মোহাম্মদ নওয়াজের বিরুদ্ধে অভিযোগ, আইপিএলের দ্বিতীয় আসর চলাকালীন সময়ে সন্দেহজনক জুয়াড়ির সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। গত ১১ মে পিসিবি কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল নওয়াজকে জিজ্ঞাসাবাদ করে। পরের দিন (১২ মে) তার বিপক্ষে ট্রাইব্যুনালের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়, নিজের স্বপক্ষে প্রমানাদি উপস্থাপন করার জন্য।

১৫ মে থেকে তার বিপক্ষে শুনানি শুরু হয়। সেখানে মোহাম্মদ নওয়াজ লিখিত বক্তব্য উপস্থাপন করেন। পিসিবির অ্যান্টি করাপশন আইনের মধ্য থেকেই নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। এরপরই তার বিপক্ষে ২ মাসের নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়। ১৬ মে থেকে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হবে।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।