জাতীয় ফুটবল দলের নতুন কোচ অ্যান্ড্রু ওর্ড


প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৭ মে ২০১৭

গত বছর সেপ্টেম্বর ভুটানের কাছে জাতীয় দলের হারের পর থেকেই একজন নতুন বিদেশি কোচের সন্ধান করছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচের নাম অ্যান্ড্রু ওর্ড।

জন্ম ইংল্যান্ডের হার্ডার্সে। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে থাকেন পার্থে। ৩৭ বছর বয়সী অ্যান্ড্রু ওর্ড সর্বশেষ কাজ করেছেন অস্ট্রেলিয়ার এ লিগের পার্থ গ্লোরি ক্লাবের সহকারী কোচ হিসেবে।

এ কোচের কাজ করার অভিজ্ঞতা আছে এশিয়াতেও। পার্থ গ্লোরির আগে তিনি থাইল্যান্ডের দুটি ক্লাবের দায়িত্বও পালন করেছেন। তবে কোনো জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা নেই তার।

বুধবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় অ্যান্ড্রু ওর্ডকে কোচ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ জুন ঢাকায় এসে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু।

আপাতত জাতীয় দলের কোনো খেলা নেই। তবে এএফসির বয়সভিত্তিক দুটি টুর্নামেন্ট আছে এ বছর। আপাতত যুব দলের কাজ দিয়ে শুরু হবে ওর্ডের বাংলাদেশ মিশন।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।