বাঁশখালীতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১ এএম, ০৭ মে ২০১৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে গণপিটুনিতে কালু প্রকাশ ওরফে কালাইয়া (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এছাড়া ডাকাতদের গুলিতে জিয়াউল হক নামে স্থানীয় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ইউনিয়নের বেলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন মজুমদার জাগো নিউজকে জানান, ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল বেলগাঁও গ্রামের দুইটি বাড়িতে ডাকাতি করতে আসে। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের গতিরোধ করে। এসময় কালু নামে এক ডাকাতকে জনগণ ধরে ফেলে ও মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় গুলি ছুঁড়লে ঘটনাস্থলে ডাকাতদের গুলিতে জিয়াউল হক নামে স্থানীয় একজন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।