স্টুয়ার্ট লকে জরিমানা


প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৬ মে ২০১৭

পাকিস্তানের কাছে দিনের খেলা এক ওভার বাকি থাকতে নাটকীয়ভাবে হেরে প্রথমবারের মত নিজেদের মাটিতে সিরিজ হারের স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে নিয়ে অসন্তোষ প্রকাশ করায় জরিমানা করা হয়েছে ক্যারিবীয় কোচ স্টুয়ার্ট লকে।

শেষ দিনের দ্বিতীয় সেশনে ইয়াসির শাহর বল শেন ডোরিচের ব্যাট-প্যাডে লেগলে বাবর আজম ক্যাচ নেন। আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডও আউট দেন। তবে রোস্টন চেজের সঙ্গে আলোচনা করে রিভিও চান ডোরিচ। রিপ্লেতে পরিষ্কার বোঝা না গেলেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবরো।

এরপরই ওয়েস্ট ইন্ডিজ কোচ ল তৃতীয় আম্পায়ারের রুমে গিয়ে প্রতিবাদ করেন। এ কারণেই আইসিসি তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ল শাস্তি মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।