সালমানের রায় নিয়ে টুইটারে ঝড়
বলিউড সুপারস্টার সালমান খানের রায় নিয়ে ভক্তরা হয়তো বিপর্যস্ত হতে পারেন, কিন্তু, টুইটারে অনেকেই এ রায়ের পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন। ২০০২ সালের গাড়ি চাপা দিয়ে পালানোর মামলায় বুধবার সালমান খানকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাবাসের নির্দেশ দেন।
রায়ের পর সালমানের হয়ে টুইটারে একদিকে সাল্লু-মিঞাঁর ভক্তরা, অভিনেতার বিভিন্ন সমাজসেবামূলক কাজের উদাহরণ টেনে তাদের আইডলের পাশে দাঁড়িয়েছেন, তেমনই উল্টোদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন বহু মানুষ। এই শ্রেণির মতে, আইন আইনের পথেই চলেছে।
বর্তমানে অভিনয়-জীবনের চূড়ায় রয়েছেন এই ৪৯ বছরের অভিনেতা। ১৩ বছর আগের মামলায় সালমানের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। এরপরই টুইটারে সালমানের ভক্তদের সমবেদনা ঝরে পড়তে শুরু করে দেয়।
মাইক্রো ব্লগিং সাইটে ‘#WeStandBySalman’ এবং ‘#SalmanVerdict’ এর মাধ্যমে এই বলিউড তারকার পক্ষে ও বিপক্ষে নিজেদের মতামত জানান অনেকে।
সালমানের হয়ে একজন লিখেছেন, ‘ভালো মানুষ সঙ্গে কেন খারাপ হয়। আপনি একজন সত্যিকারের রত্ন। যাই হোক না কেন, আমি আপনার পাশে আছি।’ একইভাবে আরেকজন লিখেছেন, ‘এটা নয় যে আমি মৃতের পরিবারের প্রতি সংবেদনশীল নই, কিন্তু একইসঙ্গে সালমানের (রায়ের) জন্যও আমার ভালো লাগছে না।’ অন্যদিকে, বিপক্ষেও মত জানিয়েছেন বহু টুইটারাটি (টুইটার ব্যবহারকারী)।
একজন লিখেছেন, আপনি যদি কোনো ভুল করে থাকেন, তাহলে তার দাম চোকাতে হবে। আরেকজন লিখেছেন, ‘আমি সালমানের অন্ধ-ভক্ত। কিন্তু তার মানে এই নয় যে, ও ভুল করে পার পেয়ে যাবে। আমি খুশি, দেশের আইন প্রতিষ্ঠা পেয়েছে।’
বিএ/আরআইপি