অবশেষে ব্যাট হাতে চেনা আশরাফুল


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৫ মে ২০১৭

নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর মোহাম্মদ আশরাফুল খেলতে পেরেছিলেন কেবল জাতীয় লিগের কয়েকটি ম্যাচ। ফ্রাঞ্চাইজি ভিত্তিক বিপিএল কিংবা বিসিএলের কোনো ম্যাচেই অংশ নিতে পারেননি তিনি। গত বছর আগস্টে নিষেধাজ্ঞা কাটানোর পর তীর্থের কাকের মত তাকিয়ে ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগের দিকে।

সেই প্রিমিয়ার লিগ মাঠে গড়িয়েছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে; কিন্তু কলবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক হয়ে দায়িত্ব পালন করলেও ব্যাট হাতে সেই পুরনো আশরাফুলকে আর দেখা যাচ্ছিল না। ম্যাচের পর ম্যাচ কেবল হতাশাই উপহার দিয়ে যাচ্ছিলেন তিনি। যদিও প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৪৯ বলে খেলেছিলেন ৪৬ রানের ইনিংস।

এছাড়া বাকি ৬ ম্যাচে আশরাফুলের ব্যাট থেকে এসেছিল সর্বোচ্চ ১২ রান। একটিতে ১০, বাকিগুলোতে তিনি দুই অংকের ঘরও ছুঁতে পারেননি। গোল্ডেন ডাকও ছিল এক ম্যাচে।

অবশেষে সেই চেনা আশরাফুলকে এবার দেখা গেলো। প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে এসে হাসলো মোহাম্মদ আশরাফুলের ব্যাট। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আশরাফুল নিজেকে ফিরিয়ে নিয়ে গেলেন তার সোনালী সময়ে। যখন তার ব্যাটে রান মানেই প্রতিপক্ষের পরাজয় নিশ্চিত। আজও বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে একা হারিয়ে দিলেন তিনি।

শেখ জামালের ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন নম্বরে ক্রিজে আসেন আশরাফুল। মাঠে নামার পরই যেন ছন্দটা খুঁজে পেলেন তিনি। ৮৭ বল খেললেন। ব্যাট করলেন হাতখুলে। রান করলেন ৮১টি। ১২৯ মিনিট ক্রিকেট থেকে শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। ৬টি বাউন্ডারির সঙ্গে মেরেছেন ২টি ছক্কার মারও।

১০৩ রানে তৃতীয় উইকেট পড়ার পর মেহরাব হোসেন জুনিয়রকে নিয়ে গড়েন ১১১ রানের জুটি। শেষ পর্যন্ত দলকে ৭ উইকেটের ব্যবধানে জিতিয়েই মাঠ ছাড়লেন তিনি।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।