ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি সুদানের
ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সুদানের সেনাবাহিনী। রাজধানী খার্তুমের আশপাশে ইসরাইল বোমা বর্ষণ করেছে বলে খবর বের হওয়ার পর সুদানের সেনাবাহিনী এ দাবি করলো। লেবাননের আল-মায়েদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
বুধবার সুদানি সেনাবাহিনীর বরাত দিয়ে আল-মায়েদিন বলেছে, রাজধানী খার্তুমের উত্তরে ওয়াদি সাঈদনা এলাকায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে। এর আগে ইসরাইলের জঙ্গিবিমান থেকে সুদানের একটি ফ্যাক্টরিতে বোমা হামলা চালানো হয়।
ইসরাইল দাবি করেছে, ওই ফ্যাক্টরি থেকে দীর্ঘপাল্লার স্কাড ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো। এছাড়া, ফ্যাক্টরিতে ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছিল বলেও দাবি করেছে ইসরাইল।
ইসরাইলি হামলায় ফ্যাক্টরির কী ধরনের ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না তা জানা যায় নি। তবে, সুদানের একজন সেনা মুখপাত্র সামরিক স্থাপনায় ইসরাইলি হামলার কথা অস্বীকার করেছেন।
বিএ/আরআই