আয়ারল্যান্ডকে ২৯০ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড


প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৪ মে ২০১৭

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি স্বাগতিক আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড। মালাহাইদে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ব্যাট করতে নেমে তিন ফিফটিতে স্বাগতিকদের সামনে ২৯০ রানের লক্ষ্য বেধে দেয় কিউইরা।

ব্যাট করতে নেমে শুরু থেকেই আইরিশদের ওপর চড়াও হওয়ার সুযোগ নেয় নিউজিল্যান্ড। লুক রনকি আর টম ল্যাথাম মিলে ৫৩ রানের জুটি গড়েন। যদিও ২৫ বলে ১৫ রান করে আউট হয়ে যান ল্যাথাম। ২৭ বলে ৩৭ রান করে আউট হন রনকি।

এরপর জর্জ ওয়ার্কার আর রস টেলর মিলে আইরিশ বোলারদের শাসন করতে থাকেন। দু’জন মিলে ৮৪ রানের জুটি গড়েন। ৬০ বলে ৫২ রান করে আউট হয়ে যান টেলর। ৮৯ বলে ৫০ রান করেন জর্জ ওয়ার্কার। ৬৩ বলে ৭৯ রান করে রানআউট হন নেইল ব্রুম। ২৯ বলে ৩০ রান করেন জিমি নিশাম।

শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। আইরিশদের পক্ষে ২টি করে উইকেট নেন টিম মুরতাগ এবং ব্যারি ম্যাকআর্থি। ১টি করে উইকেট নেন পিটার চেজ এবং কেভিন ও’ব্রায়েন।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।