বাকি-দিশার হাত ধরে বাকুতে এল প্রথম স্বর্ণ


প্রকাশিত: ১০:১৩ এএম, ১৪ মে ২০১৭

আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান ইসলামী সলিডারিটি গেমসের প্রথম দিনে শ্যুটিং থেকে এসেছিল রৌপ্য পদক। রাব্বি হাসান মুন্নার রৌপ্যকে ছাড়িয়ে এবার গেমসে লাল-সবুজ পতাকা ওড়ালেন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা।

রোববার মিশ্র দলগত ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের এ দুই শ্যুটার। ইসলামী সলিডারিটি গেমসে এটি বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়।

এটি শ্যুটিংয়ে নতুন ইভেন্ট। সর্বশেষ দিল্লিতে অনুষ্ঠিত বিশ্বকাপে এ ইভেন্টটি পরীক্ষামূলকভাবে হয়েছিল। এবার গেমসে রাখা হয়েছে এ ইভেন্টেটি। বাকি-দিশা জুটি ফাইনালে ৫-১ পয়েন্টে হারিয়েছেন ইরানের খেদমতি-নুরুজিয়ান জুটিকে। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তুরস্কের ওমর-সীমানুর জুটি।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।