ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান
মিরপুর টেস্টের প্রথম ইনিংসের প্রথম সেশনের পুরোটায় ছিলো টাইগারদের। তবে মধ্যাহ্ন বিরতির পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতটা পাকিস্তানের ইনিংসে খুব স্পষ্টই।
উইকেটে মোটামুটি দাঁড়িয়ে গেছেন দুই ব্যাটসম্যান আজহার আলী আর অভিজ্ঞ ইউনিস খান। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইউনুস খান ও আজহার আলী উভয়েই হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। আজহার আলী অপরাজিত আছেন ৬৭ রানে, ইউনিস অপরাজিত ৬১ রানে।
এর আগে লাঞ্চবিরতির আগেই সাজঘরে ফিরেন পাকিস্তানের দুই টপ অর্ডারের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও সামি আসলাম। পেসার মোহাম্মদ শহীদ চতুর্থ ওভারে মোহাম্মদ হাফিজকে সাজঘরে ফেরান। ২৩তম ওভারে স্পিনার তাইজুল ইসলামকে তুলে মারতে গিয়ে আউট হন সামি আসলাম। দলের ৫৮ রানে দুই টপ অর্ডারের ব্যাটসম্যানকে হারিয়ে শংকায় পড়েছিল সফরকারীরা। তবে তৃতীয় উইকেট জুটিতে ইউনুস-আজহার প্রাথমিক বিপদ সামাল দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান দুই উইকেটে ১৭০ রান সংগ্রহ করেছে।
## প্রথম সেশন টাইগারদের
এমআর/এএইচ/পিআর