প্রথম সেশন টাইগারদের


প্রকাশিত: ০৬:৪০ এএম, ০৬ মে ২০১৫

মিরপুর টেস্টের প্রথম ইনিংসের প্রথম সেশনের পুরোটায় ছিলো টাইগারদের। বোলারদের কৃতিত্বে পাকিস্তানকে লাঞ্চের আগ পর্যন্ত চাপেই রেখেছে বাংলাদেশ। পাকিস্তান ২ উইকেটে ৭০ রান করে লাঞ্চে গেছে। আজহার ৩৬ ও ইউনিস ১ রানে অপরাজিত।

টস জিতেছেন মুশফিকুর রহীম প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠালেন। কিন্তু প্রথম ওভারেই বিপত্তি। রুবেল হোসেনের জায়গায় এই টেস্টে খেলার সুযোগ পেলেন শাহাদাত হোসেন। কিন্তু ম্যাচের দ্বিতীয় বল করেই মাঠের বাইরে যেতে হলো শাহাদাতকে। ওভার শেষ করতে পারেন নি। প্রথম ওভারেই ধাক্কা খেল বাংলাদেশ। হাঁটুর সমস্যা শাহাদাতের। পরে তিনি ফিরেছেন। কিন্তু লাঞ্চের আগে আর বল হাতে পাননি।

ওই ধাক্কাটা বিষাদের। কিন্তু এরপরই আবার আনন্দ এনে দিলেন শহীদ। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন মোহাম্মদ হাফিজ। দারুণ ফর্মে থাকার প্রমাণ দিয়েছেন। সেই তিনি চতুর্থ ওভারেই শহীদের একটি বল ব্যাটের কানায় লাগালেন। বল উড়ে গেলো উইকেট রক্ষকের কাছে। ক্যাচ নিতে ভুল করেন নি মুশফিক। ৮ রান করেই বিদায় হাফিজের। স্বস্তি টাইগার শিবিরে।

ভালোই বল করছিলো বাংলাদেশ। শাহাদতের ইনজুরির কারণে নতুন বল পেয়েছিলেন সৌম্য। তিনিও ভালো বল করেছেন। এর মধ্যে আবার খুলনায় ইনিংসে ৬ উইকেট নেয়া বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম জ্বলে ওঠেন। সামি আসলাম ফিরে আসেন ১৯ রান করে। তাইজুলের বলে ক্যাচ নিয়েছেন শাহাদাত। প্রথম দিনের প্রথম সেশনে সাফল্য বলতে ২ উইকেট। ১০ ওভারে শহীদ ২৪ এবং ১০ ওভারেই তাইজুল দিয়েছেন ২৫ রান। দুজনেই পেয়েছেন ১টি করে উইকেট।

এমআর/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।