শেষ হয়ে গেল বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিট


প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৩ মে ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে ১ জুন। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচটি ঘিরে স্বাগতিকদের দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। এটা বলা বাহুল্য। উদ্বোধনী ম্যাচটি নিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আগ্রহও তুঙ্গে। তাই ১৭ দিন আগেই শেষ হয়ে গেল বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিট।

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রিও শেষ হয়ে গেছে। ভারতের বাকি দুটি ম্যাচের টিকিটও নেই। বিরাট কোহলির দল খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। স্বাগতিক ইংল্যান্ডের তিন ম্যাচের দুটির টিকিট বিক্রি শেষ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টিকিট শেষ হলেও ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টিকিট পাওয়া যাচ্ছে।

bd-vs-eng

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ৫ জুন অসিদের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। আর ৯ জুন কিউইদের বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা। বাংলাদেশের এই দুটি ম্যাচের টিকিট এখনও পাওয়া যাচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি সেমিফাইনালের টিকিট বিক্রি শেষ। ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত হবে সেমির দুটি ম্যাচ। এছাড়া ফুরিয়ে গেছে ফাইনালের টিকিটও। ১৮ জুন মাঠে গড়াবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।