চেলসির শিরোপা পুনরুদ্ধার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০১ এএম, ১৩ মে ২০১৭

দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করলো চেলসি। শুক্রবার মিশি বাতসুয়াইয়ের শেষ সময়ের গোলে ওয়েস্ট ব্রমউইচকে ১-০ গোলে হারায় আন্তোনিও কন্তের শিষ্যরা। ক্লাবের ইতিহাসে চেলসির এটা ষষ্ঠ আর গত ১৩ বছরে পঞ্চম শিরোপা।

জিতলেই চ্যাম্পিয়ন আর হারলে অপেক্ষা করতে হবে আরেক ম্যাচের জন্য। এমন সমীকরণ নিয়েই ওয়েস্ট ব্রমের মাঠে খেলা শুরু করে চেলসি। ম্যাচে প্রথম থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণের পসরা সাজায় ব্লুজরা। বিরতির আগেই প্রতিপক্ষের গোলপোস্ট বরাবর ১৪টি শট করে সফরকারী দলটি। তবে গোলের দেখা পায়নি কস্তা-ফাব্রেগাসরা।

chelsea

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় চেলসি। অবশেষে ৮২তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় কোন্তের দল। ডান দিক থেকে স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতার পাস ছয় গজ বক্সে পেয়ে বাঁ-পায়ের শটে জালে পাঠান পাঁচ মিনিট আগেই বদলি নামা বাতসুয়াই। বাকি সময় আর গোল না হলে শিরোপা জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।

chelsea

এদিকে এ জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমেই শিরোপা জিতলেন ইতালিয়ান কোচ কন্তে। তার আগে এই কীর্তি দেখাতে পেরেছে মাত্র তিনজন। এছাড়া ক্লাব ফুটবলে টানা চতুর্থ শিরোপার স্বাদ পেলেন ইতালিয়ান এই কোচ। আগের তিন মৌসুমে জুভেন্টাসকে টানা ইতালিয়ান সিরি `আ` শিরোপা জিতিয়েছিলেন তিনি।

এ জয়ে ৩৬ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৮৭। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৬৯ পয়েন্ট চতুর্থ স্থানে। আর শীর্ষ চারে থেকে লিগ শেষ করার লড়াইয়ে আর্সেনাল ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ম্যানচেস্টার ইউনাইটেড ৬৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।