ব্যাংক ডাকাতির ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিম জড়িত


প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৫ মে ২০১৫
ছবি : ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার জসীম উদ্দীন

ঢাকা অদূরে আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের ডাকাতির ঘটনাটি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা ঘটিয়েছে বলে দাবি করছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, একটি সুসংগঠিত জঙ্গি সংগঠন তহবিল সংগ্রহের জন্য এ ডাকাতির করেছে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের ধারণা এটি আনসারুল্লাহ বাংলাটিমের কাজ।

ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত জসীম উদ্দীন নামে আরেক ডাকাতকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করেছে বলে জানান খন্দকার গোলাম ফারুক।

এআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।