ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে কুবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৫ মে ২০১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ইলিয়াস সমর্থিত নেতাকর্মীরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে ইলিয়াস সমর্থিত নেতাকর্মীরা ইলিয়াসের মুক্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবূ  সাঈদ কণকের ছাত্রত্ব বাতিলের নিন্দা জানান এবং ইলিয়াসের মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বেলা ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিকস্থ ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে ইলিয়াস হোসেনকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আটক করে র‌্যাব-১১।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।