অ্যাটলেটিকোর মাঠ থেকেও জয় নিয়ে ফিরতে চান জিদান


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৯ মে ২০১৭

প্রথম লেগে ৩-০ গোলের জয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়েই রেখেছে বলা যায়। ফিরতি লেগের ম্যাচে নিজেদের মাঠে ৪ গোলের ব্যবধানে জিততে হবে অ্যাটলেটিকোকে। যা রীতিমত অসম্ভব। আর অ্যাটলেটিকোর মাঠে যদি ১টি গোল দিয়ে ফেলে রিয়াল, তাহলে গোল ব্যবধানের সঙ্গে অ্যাওয়ে গোলের সুবিধার দিক থেকেও এগিয়ে থাকবে লজ ব্লাঙ্কোজরা।

এসব হিসাব-নিকাশ নিয়ে অবশ্য ভাবতেই রাজি নন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তিনি চান অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে কালদেরন থেকে জয় নিয়েই ফিরতে। সরাসরি জানিয়ে দিলেন, ‘আমরা চাই ফিরতি লেগে গোল করতে এবং জয় নিয়ে ফিরে আসতে।’

আগের ম্যাচে যে রিয়াল মাদ্রিদ জিতেছে, সেটাকে ভুলে যেতেই নির্দেশ দিলেন নিজের শিষ্যদেরকে। রোনালদো-রামোসদের বলে দিলেন, ‘মনে করুণ, আমরা প্রথম ম্যাচ জিতিনি। এই ম্যাচে জিতেই তবে ফাইনালে যেতে হবে। সে চিন্তা এবং ভাবনা নিয়েই খেলতে মাটে নামতে হবে।’

কার্ডিফের ফাইনালে খেলার জন্য কী করতে হবে সে নির্দেশনা দিয়ে শিষ্যদের জিদান বলেছেন, ‘আমাদের অবশ্যই গোলের চেষ্টা করতে হবে। গড় গোলের হিসাব-নিকাশ পরে। আমরা যদি জিততে পারি, তাহলে কোনো হিসাব-নিকাশই প্রয়োজন হবে না। সুতরাং, মাঠে নেমে নিজেদের সামর্থ্যের পুরোটা ঢেলে দিতে হবে। আমরা যদি এমনটা করতে পারি, তাহলে ম্যাচ শেষে স্কোরলাইন কেমন হতে পারে সেটা নিয়ে চিন্তা করতে পারবো। আমাদের চিন্তা এবং পরিকল্পনায় কোনোই পরিবর্তন আসবে না।’

অ্যাটলেটিকোও যে ছেড়ে কথা বলবে না সেটাও জানিয়ে দিলেন জিদান। তিনি বলেন, ‘অ্যাটলেটিকো সব ধরনের চেষ্টাই করবে। তারা যতই চেষ্টা করুক, আমরা চেষ্টা করবো আমাদের নিজেদের পথেই থাকতে।’

ডাবল জয়ের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। লা লিগা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারলেও খেলোয়াড়দের খেলা যদি তার নিজের মনের মত না হয়, তাহলে সন্তুষ্ট হতে পারবেন না জিদান। তিনি বলেন, ‘আমরা যদি নিজেদের সেরাটা দিতে না পারি তাহলে চরম অবিচার হয়ে যাবে। গত আট-নয় মাস অস্বাভাবিক পরিশ্রম করে গেছে খেলোয়াড়রা; কিন্তু প্রতি তিনদিন অন্তর আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে নিয়মিত। আগামীকাল তেমনই একটা ম্যাচ এবং আমরা নিজেদের আবারও প্রমাণ করতে পারবো।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।