সৌদির রাজকীয় অনুষ্ঠান প্রধানের পদেও পরিবর্তন


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ০৫ মে ২০১৫

ক্রাউন প্রিন্স পদে পরিবর্তন আনার এক সপ্তাহের মধ্যেই রাজকীয় অনুষ্ঠান প্রধানের পদেও পরিবর্তন এনেছেন সৌদি বাদশা সালমান। সোমবার এক রাজকীয় ফরমান জারি করে এ পদে পরিবর্তন আনা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

খবরে বলা হয়, জারি করা ফরমানে মোহাম্মদ বিন আব্দেলরহমান আল-তুবাইশিকে তার পদ থেকে অপসারণ করে সেখানে খালেদ বিন সালেহ আল-আব্বাদকে নিয়োগ করা হয়েছে। তবে পরিবর্তনের কারণ সম্পর্কে কিছু জানায়নি এসপিএ।

গত বুধবার সৌদি সরকারের উচ্চপদে গুরুত্বপূর্ণ রদবদল করেন বাদশা সালমান। পারিবারিক প্রথা ভেঙে সৎ ভাই মুকরিন বিন আব্দুল আজিজকে সরিয়ে নিজের ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে পরবর্তী ক্রাউন প্রিন্স মনোনীত করেন। বাদশা নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স করেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।