জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামছে রিয়াল


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০৫ মে ২০১৫

টানা চতুর্থ ও মোট ৩১তম সিরিআ শিরোপা জয়ের উল্লাসের রেশ কাটতে না কাটতেই এবার আরও বড় পরীক্ষার সামনে তেভেজ, ভিদালরা। মঙ্গলবার রাত ১.৪৫ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জুভেন্টাস।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদের। আর রিয়াল ভক্তদের জন্য সুখবর হলো ৩ ম্যাচ পর গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের সবশেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে সিআর সেভেন বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও অনেক ক্ষুধার্ত।

ইনজুরি কাটিয়ে গ্যারেথ বেলও প্রমাণ করেছেন তিনি প্রস্তুত জুভেন্টাস রক্ষণে ঝড় তুলতে। জুভেন্টাসের মাঠে আজ অবশ্য স্ট্রাইকার করিম বেনজেমাকে পাচ্ছেন না কোচ কার্লো আনচেলোত্তি। বেনজেমা এখনো পুরোপুরি ফিট নন।

অন্যদিকে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য তুরিনের ক্লাবটির। তবে জুভেন্টাসের মিডফিল্ড নিয়ে দুশ্চিন্তা আছে। পল পগবা ইনজুরির কারণে খেলবেন না। বর্ষীয়ান প্লেমেকার পিরলো ইদানিং ছন্দে নেই। দুই স্ট্রাইকার ভিদাল ও কার্লোস তেভেজ ছুটছেন দুরন্ত গতিতে। আর্জেন্টাইন তেভেজ এখন পর্যন্ত সিরি আর সর্বোচ্চ গোলদাতা। এবার চ্যাম্পিয়ন্স লিগে ঝলক দেখানোর অপেক্ষায় আছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মঞ্চে দুদলের সবশেষ দেখা হয়েছিলো ২০০২-০৩ মৌসুমে। সেবার তারকায় ঠাসা রিয়ালকে হারিয়ে ফাইনালে উঠেছিলো জুভেন্টাস। অন্যদিকে, গত মৌসুমে গ্রুপ পর্বে দেখা হয়েছিল দল দুটির। সেবার বার্নাব্যুতে ২-১ গোলে জেতার পর রিয়াল ২-২ গোলে ড্র করেছিল জুভেন্টাসের মাঠে। সব মিলিয়ে একটি জমজমাট ম্যাচের পূর্বাভাস এই লড়াইয়ে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।