৬ উইকেটে জয়ী ভারত


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ৩১ আগস্ট ২০১৪

ট্রেন্ট ব্রিজে তৃতীয় ওয়ানডে-তে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত৷ ২২৮ রান তাড়া করে ৪৩ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ম্যাচ পকেটে পুরে নেয় টিম ধোনি৷ সেই সঙ্গে ওয়ান ডে সিরিজ না-হারা নিশ্চিত করে ফেলে ভারত৷

টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর ওয়ান ডে সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন বিশ্বচ্যাম্পিয়নদের৷ কোচ ডানকান ফ্লেচারের মাথার উপর ডিরেক্টর হিসেবে রবি শাস্ত্রীকে বসানোর ফলও হাতেনাতে পেল ভারত৷ প্রথম ওয়ান ডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর টানা দু’টি ম্যাচ জিতে সিরিজ জেতার ক্ষেত্রে কয়েক কদম এগিয়ে গেল ধোনি অ্যান্ড কোং৷

সিরিজের হার বাঁচাতে শেষ দু’টি ম্যাচ জিততেই হবে কুক অ্যান্ড কোং-কে৷ ক্যাডিফে দ্বিতীয় ওয়ান ডে-তে ১৩৩ রানে জয়ের পর শনিবার নটিংহ্যামেও কুকবাহিনীকে অপদস্থ করে ধোনিবাহিনী৷ ৪২ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া৷ আগের ম্যাচের নায়ক সুরেশ রায়না এদিনও রান পেয়েছে৷ ৪২ বলে ৪২ রান করে আউট হন বাঁ-হাতি৷ যদিও সর্বোচ্চ রান এসেছে অম্বাতি রায়ডুর ব্যাট  থেকে৷ ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হায়দরাবাদের ডানহাতি৷ ৭৮ বলের ইনিংসে ৬টি বাউন্ডাির মারেন তিনি ৷ ৩৯ রানে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন৷

রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়নি ভারতের৷ ৩৫ রানে শিখর ধাওয়ানের (১৬) উইকেট হারালেও প্রথমে অজিঙ্ক রাহানে (৪৫), বিরাট কোহলি (৪০) এবং পরে রায়ডু-রায়না জুটির হাত ধরে সহজ জয় পায় ভারত৷ এর আগে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করেত পাঠান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ ওপেনিং জুটি অ্যালেস্টার কুক (৪৪) ও অ্যালেক্স হেলসের (৪২) ব্যাটে শুরু খারাপ হয়নি ইংল্যান্ডের৷ কিন্তু, মিডল-অর্ডারে ধস নামায় ভারতের সামনে বড় রানের টার্গেট দিতে ব্যর্থ হয় ইংল্যান্ড৷ ৫০ ওভারে ২২৭ রানে অল-আউট হয় কুক অ্যান্ড কোং৷ মঙ্গলবার এজবাস্টনে চতুর্থ ওয়ান ডে৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।