নাইমুদ্দিনকে ব্রাদার্সের শুভেচ্ছা এবং হুমকি!


প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৯ মে ২০১৭

নতুন ফুটবল মৌসুমে খেলোয়াড়দের দলবদলের খবরের মতো আলোচনায় ছিলেন কোচরাও। আরামবাগ ছেড়ে সাইফুল বারী টিটুর চট্টগ্রাম আবাহনীতে যাওয়া, মারুফুল হকের আরামাবাগের দায়িত্ব নেয়া, মুক্তিযোদ্ধা ছেড়ে আবদুল কাইয়ুম সেন্টুর মোহামেডানে ফেরা, আবার হতাশা নিয়ে চলে যাওয়ার খবরগুলো বেশ ফলাও করেই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ভারতের সৈয়দ নাইমুদ্দিন।

৭৩ বছরের এ কোচ এবার ব্রাদার্স ছেড়ে বাসা বেধেছেন মোহামেডানে। রোববার রাতে মোহামেডানে আসার আগ পর্যন্ত নাইমুদ্দিনের আশায় ছিলেন ব্রাদার্সের কর্মকর্তারা। সোমবার সাদা-কালোদের দায়িত্ব নেয়ার পর অবসান হয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ কোচকে নিয়ে সব আলোচনা।

দীর্ঘ দিনের সঙ্গী, ক্লাবকে প্রথম বড় সাফল্য এনে দেয়া এ বর্ষিয়ান কোচকে না পেয়ে হতাশ গোপীবাগের দলটি। হতাশার মাঝেও মঙ্গলবার দুপুরে মোহামেডান ক্লাবে গিয়ে কোচ নাইমুদ্দিনের সঙ্গে দেখা করেছেন ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার আমের খান। সুখ-দুঃখের কথাপর্ব শেষে আমের খান তার ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এসেছেন সৈয়দ নাইমুদ্দিনকে। ফেরার সময় নাইমুদ্দিনকে একটা হুমকিও দিয়েছেন আমের খান। তবে সে হুমকি অন্য কিছু নয়, মাঠে মোহামেডানকে সহজে না ছাড়ার।

‘মোহামেডান ক্লাবে গিয়ে নাইম ভাইয়ের সঙ্গে দেখা করে এসেছি। অনেক্ষণ সময় কাটিয়ে এলাম। তাকে বললাম, আপানি মোহামেডানে এসেছেন। কাজ করেন। আমাদের শুভেচ্ছা থাকলো। তবে মাঠে তো দেখা হবেই। বললাম- ওস্তাদ ব্রাদার্স যত খারাপ দলই হোক, মাঠে তো মোহামেডানকে ছেড়ে কথা বলবো না’-জাগো নিউজকে বলছিলেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান।

আরআই/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।