ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড দল ঘোষণা


প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৯ মে ২০১৭

বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে ঘরের মাঠে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন গত মাসেই আয়ারল্যান্ডের নাগরিকত্ব পাওয়া অলরাউন্ডার ৩০ বছর বয়সী সিমি সিং।

জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে সিমি সিং বলেন, ‘জাতীয় দলে সুযোগ পেয়ে আমি দারুণ খুশি এবং ম্যাচগুলোর অপেক্ষায় আছি। আমি যখন ছোট অবস্থায় আয়ারল্যান্ডের আসি, তখন থেকে আশা করি জাতীয় দলের হয়ে খেলবো। এটি আমার জন্য অনেক বড় সম্মানের। দলে সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিতও সম্মানিতবোধ করছি।’

আয়ারল্যান্ডের কোচ জন ব্রেসওয়েল বলেন, ‘তার ব্যাটিং-বোলিং দেখে আমি বেশ খুশি। পিচ থেকে ভালোভাবে সুবিধা নিতে পারে, বাউন্স দিতে পারে এবং সুইং আদায় করে নিতেও পারে।’

উল্লেখ্য, আগামী ১২ মে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে স্বাগতিক আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, জির্জ ডকরেল, এড জয়সে, টিম মুরতাগ, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়ান, নিয়াল ও’ব্রায়ান, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়ং।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।