শ্রমিকদের আইনি সুরক্ষায় সরকার সচেতন : শ্রম প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৪ মে ২০১৫

শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের অধিকার সংরক্ষণে ও আইনি সুরক্ষায় সরকার সচেতন রয়েছে এবং তাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

মহান মে দিবস উপলক্ষে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, কৃষি শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা যাতে আইনের আওতায় আসে এবং সুযোগ-সুবিধা ও অধিকার প্রতিষ্ঠায় বৈষম্যের শিকার না হয় সে ব্যাপারেও সরকার ব্যবস্থা গ্রহণ করবে।

মহান মে দিবস ২০১৫ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কয়েকটি বেসরকারি সংগঠন যৌথভাবে সোমবার দুটি জাতীয় সেমিনারের আয়োজন করে। এরমধ্যে বিকেলে অনুষ্ঠিত অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের অধিকার সংরক্ষণে ও আইনী সুরক্ষা ও করণীয় শীর্ষক একটি এবং সকালে জাতীয় স্বাস্থ্য ও নিরাপত্তা কাউন্সিল শক্তিশালীকরণ : ভূমিকা প্রতিবন্ধকতা সমূহ এবং ভবিষ্যত করণীয় শীর্ষক দুটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয়।

সকালের সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ও বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ এবং বিকেলের সেমিনারে সভাপতিত্ব করেন কর্মজীবী নারীর সভাপতি প্রতিমা পাল মজুমদার।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।