বরখাস্ত হচ্ছেন পাকিস্তান কোচ!


প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৪ মে ২০১৫

বাংলাদেশের কাছে ওয়ানডেতে বাংলাওয়াশ আর একমাত্র টি-২০ তে হেরে পাকিস্তান দলের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। পাকিস্তানের আমজনতা থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা প্রশ্ন তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যক্রম নিয়ে।

তবে সোমবার পাকিস্তানের একটি টিভি চ্যানেল খবর প্রকাশ করে পাকিস্তানের প্রধান কোচ ওয়াকার ইউনুসকে বরখাস্ত করার কথা বিবেচনা করছে পিসিবি। তবে টিম সুত্রে পাওয়া খবরে জানা গেছে বরখাস্ত করার কথা শুনে মোটেও বিচলিত নন ওয়াকার। সেই সুত্রটি জানান ওয়াকারের চিন্তা জুড়ে এখন ঢাকা টেস্ট। সুত্রটির দাবী এই খবরেও দল বিচলিত নয়।

ওয়াকার ইউনুসের সঙ্গে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত পিসিবির চুক্তি হয়েছে। তবে পরিস্থিতি এতটাই ঘোলাটা যে পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান ঢাকায় আসছেন প্রধান কোচ এবং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে আলোচনায় বসতে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।