ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৮ মে ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে কম জল ঘোলা করেনি ভারত। আইসিসির সঙ্গে লভ্যাংশ নিয়ে বিরোধের কারণে নির্ধারিত সময়ে দল ঘোষণা থেকে বিরত থাকে দলটি। অবশেষে রোববার দিল্লিতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা শেষে জানানো হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার সিদ্ধান্ত। আর আজ কোহলিকে অধিনায়ক করে দলও ঘোষণা করলো ভারত ক্রিকেট বোর্ড।

ভারতের ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির এই দলে চমক বলতে শুধু পেসার মোহাম্মদ শামির অন্তর্ভুক্তি। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির পর ভারতের হয়ে আর ওয়ানডে খেলেননি শামি। আর চোট কাটিয়ে ফিরেছেন রোহিত শর্মা। তবে হরভজন সিং ফিরতে পারেন বলে শোনা গেলেও তার জায়গা হয়নি।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, মানিশ পাণ্ডে, রবিন্দ্র জাদেজা, রবি চন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাস্প্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।