ভারতকে সৌরভের সতর্কবার্তা


প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৪ মে ২০১৫

পাকিস্তানকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই (বাংলাওয়াশ)। একমাত্র টি-টোয়েন্টিতেও দাপটরে সঙ্গে জয়, খুলনা টেস্টে দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকেও তামিম ও ইমরুলের উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড সব মিলিয়ে সাফল্যের তুঙ্গে রয়েছেন বাংলাদেশের টাইগাররা। এ যেন নতুন বাংলাদেশ।

টাইগারদের দারুণ এই ফরফরম্যান্সে মুগ্ধ ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। জুনে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ভারত। তার আগে ধোনি-কোহলিদের সর্তক করে দিলেন তিনি।

সৌরভ মনে করছেন, বাংলাদেশ-ভারত সিরিজ হবে খুবই উপভোগ্য এবং লড়াই হবে হাড্ডাহাড্ডি। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের পর অনেক ঘটনাই ঘটে গেছে। উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে। আগে যে উন্মাদনা হতো পাকিস্তান-ভারত সিরিজ নিয়ে।

ক্রিকেটে দুর্দিন কাটাতেই পারছে না পাকিস্তান। অন্যদিকে, বিশ্বকাপেই নিজেদের জাত চিনিয়েছে টাইগাররা। এই সুযোগে পাকিস্তানকে বাইরে রেখে ভারতের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বাংলাদেশ।

টাইগারদের এমন উন্নতিতে মুগ্ধ সৌরভ বলেন, ‘অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের খেলায়। একেবারের স্মার্ট ক্রিকেট খেলছে ওরা। সব বিভাগেই দক্ষ ক্রিকেটার রয়েছে দলে। বাংলাদেশ এখন অনেক কঠিন প্রতিপক্ষ। সবচেয়ে বড় কথা হলো, মাঠে ওরা যেকোনো প্রতিপক্ষকে ভয় পায় না। দল হিসেবে দারুণ সাহস দেখাচ্ছে।’

পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষেও কি এমন কিছু করে দেখাতে পারবেন তামিম-সাকিবরা? পাকিস্তানের মতো অবশ্য ভারতকে নাকাল হওয়ার সম্ভাবনা দেখছেন না সৌরভ। তবে দারুণ লড়াকু একটা সিরিজ হবে বলেই মনে করছেন তিনি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।