রাতে মেসি-নেইমারদের প্রতিপক্ষ ভিলারিয়াল


প্রকাশিত: ০৭:০৯ এএম, ০৬ মে ২০১৭

শিরোপার লড়াইয়ে টিকে থাকার মিশন নিয়ে আজ রাতে ভিলারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে দশটায়।

চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের কাছে হেরে বিদায় নেয়ার পর লিগের শিরোপার স্বপ্ন দেখছে মেসি-নেইমাররা। তবে এ ম্যাচে হার বা ড্র করলেই বিপদ। কারণ একই রাতে গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আর এ ম্যাচে রোনালদো-বেলরা জিতলে, শিরোপার রেসে পিছিয়ে পড়বে কাতালানরা। তাই ভুল করতে চাইবেনা লুই এনরিকের দল।

এদিকে এ ম্যাচেও বার্সার হয়ে মাঠে নামতে পারবেন না অভিজ্ঞ ইনিয়েস্তা। এছাড়াও দলে নেই ভিদাল, ম্যাথিউ ও রাফিনহা। তবে আন্তর্জাতিক ফুটবলে আপিল করায় এরই মধ্যে ফিফা মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় নির্ভার হয়ে ম্যাচ খেলতে পারবেন বার্সার গোলমেশিন।

অন্যদিকে,  ভিয়ারিয়াল শেষ ৫ ম্যাচে একমাত্র আলাভেসের কাছেই হারের স্বাদ পেয়েছে। পরিসংখ্যানেও তারা খুব একটা পিছিয়ে নেই বার্সার চেয়ে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।