চেলসির ঘরে ইংলিশ লিগ শিরোপা


প্রকাশিত: ০৩:৫২ এএম, ০৪ মে ২০১৫

অপেক্ষাটা দীর্ঘদিনের। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ শিরোপা এসেছিল সেই ২০০৯-১০ মৌসুমে। এরপর কেটে গেছে চারটি মৌসুম। শিরোপা জেতা আর হয়নি। তবে সাবেক গুরু হোসে মরিনহোর ছোঁয়ায় বলতে গেলে আবার জেগে উঠেছে চেলসি। আর তারই বদৌলতে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল দ্যা ব্লুজ শিবির।

রোববার ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেছে মরিনহোর শিষ্যরা। তাও তিন ম্যাচ হাতে রেখে। ৩৫ ম্যাচে চেলসির পয়েন্ট ৮৩। সেখানে ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গত মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। বাকি তিন ম্যাচ হারলেও চ্যাম্পিয়ন চেলসিই।

স্ট্যামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে জিততে বেশ ঘাম ঝড়াতে হয়েছে চেলসিকে। ম্যাচে গোল এসেছে মাত্র একটি। ৪৫ মিনিটে জয়সূচক গোলটি করেছেন চেলসির বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড।

ম্যাচে গোল একটি হলেও বেশকটি গোলের সুযোগ নষ্ট করেছে চেলসি। শুধু তাই নয়, পেনাল্টির সুযোগও কাজে লাগাতে পারেনি স্বাগতিক শিবির। ৪৪ মিনিটে পেনাল্টি পেলেও তা লক্ষ্যভেদ করতে পারেননি হ্যাজার্ড। পরে অবশ্য নিখুত গোল করে পেনাল্টি মিসের খেসারত দেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির এটি চতুর্থ শিরোপা। সব মিলিয়ে পঞ্চম (১০৫৪-৫৫ সালে ফাস্র্ট ডিভিশন জয়)।

দীর্ঘদিন পর লিগ শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় চেলসি অধিনায়ক জন টেরি বলেন, ‘অসাধারণ অনুভূতি। আমরা বেশ খুশি। পুরো মৌসুম আমরা কঠিন পরিশ্রম করেছি। তার ফল পেলাম। ধন্যবাদ হ্যাজার্ডকে, জয়সূচক গোল করাতে’।

অন্যদিকে ক্রিস্টাল প্যালেসের ম্যানেজার অ্যালান পারডিউ অভিনন্দন জানিয়েছেন চেলসিকে। তিনি বলেন, ‘অভিনন্দন চেলসি, মরিনহো ও সকল খেলোয়াড়দের। শিরোপা জেতার জন্য তারাই যোগ্য ছিল।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।