আইপিএল শেষ ম্যাককালামের


প্রকাশিত: ০৩:১৯ এএম, ০৬ মে ২০১৭

চলতি মৌসুমে খুব একটা ভালো অবস্থানে নেই গুজরাট লায়ন্স। এরই মধ্যে শেষ হয়ে গেছে প্লে-অফের আশা। এবার আরও একটা ধাক্কা খেল দলটি। শেষ তিন ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠে পাচ্ছে না তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে।

বৃহস্পতিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ২০৮ রান করেও হেরে যায় গুজরাট। আর ওই ম্যাচে ম্যাচে বাঁ হ্যামস্ট্রিংয়ে টান লাগে ম্যাককালামের। আইপিএলের চলতি আসরে ১১ ম্যাচে ৩১৯ রান করেছেন ম্যাককালাম। এখন পর্যন্ত গুজরাটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গত আসরে করেছিলেন ৩৫৪ রান।

MJP

এদিকে ম্যাককালামের বিদায়ে গুজরাটের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা কমে চারজন হয়ে গেল- ডোয়াইন স্মিথ, অ্যারন ফিঞ্চ, জেমস ফকনার ও আরব আমিরারের চিরাগ সুরি। চোটের কারণে আগেই ছিটকে গেছেন ডোয়াইন ব্রাভো ও অ্যান্ড্রু টাই। আর জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরে গেছেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়।

আগামী ৭ মে অ্যাওয়ে ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলবে সুরেশ রায়নার নেতৃত্বাধীন গুজরাট। এছাড়া ১০ মে ঘরের মাঠে দিল্লি ও ১৩ মে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।