বেরোবি-তে ভর্তি পরীক্ষায় থাকবে ভ্রাম্যমাণ আদালত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ভেন্যুসহ পরীক্ষার জন্য নির্ধারিত মোট ২০টি ভেন্যুর সবগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে ‘ভ্রাম্যমাণ আদালত’ সক্রিয় থাকবে। রোবাবার বিকেলে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় ভেন্যুসহ নগরীর মোট ২০টি ভেন্যুতে (শিক্ষা প্রতিষ্ঠানে) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর আসন বিন্যাসসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে পাওয়া যাবে।
এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৯০ হাজার ৪০২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।
পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং বিকাল সাড়ে তিনটায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া বুধবার সকাল সাড়ে নয়টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং বিকাল সাড়ে তিনটায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরএস/আরআই