দুই বছরের জেলের শঙ্কায় নেইমার


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৫ মে ২০১৭

সান্তোস থেকে বার্সায় যোগ দেওয়ার পর থেকেই নেইমারের বিরুদ্ধে ট্রান্সফার ফি ফাঁকি দেয়ার অভিযোগ ওঠে। ট্রান্সফার ফি গোপন করায় ক্ষতি হয় ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ও নেইমারের পেছনে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ডিআইএস’র। সান্তোস ও ডিআইএস`র অভিযোগে নেইমারকে আবারও আদালতে হাজির হতে হচ্ছে। বৃহস্পতিবার স্প্যানিশ জাতীয় আদালত এমন আদেশ দিয়েছে।

ট্রান্সফার ফি ফাঁকি দেয়ার মামলায় নেইমারের দুই বছরের জেল চাইছেন স্পেনের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। এদিকে দুই বছরের জেলের সঙ্গে নেইমারের পরিবারের কাছ থেকে ১০ মিলিয়ান ইউরো ক্ষতিপূরণ চাইছে ডিআইএস। তবে প্রথমবারের মতো অপরাধী হওয়ায় স্প্যানিশ পদ্ধতিতে নেইমারের এমন শাস্তি সম্ভব না বলে মনে করছেন অনেকেই।

এর আগে কর ফাঁকির অভিযোগে লিওনেল মেসি ও তার বাবা হোর্হে মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছিলেন স্পেনের আদালত।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।