নিষেধাজ্ঞা কমাতে আপিল করছেন মেসি


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৪ মে ২০১৭

চিলির বিপক্ষে খেলতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন লিওনেল মেসি। ওই ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন! যে কারণে জাতীয় দলের হয়ে চার ম্যাচে নিষিদ্ধ করা হয় মেসিকে।

চার ম্যাচের নিষেধাজ্ঞা মানতে পারেননি মেসি। মানতে পারেনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছিল আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা কমাতে এবার আপিল করছেন মেসি।

চার ম্যাচের মধ্যে ইতোমধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছেন মেসি। তাকে ছাড়া বলিভিয়ার বিপক্ষে খেলতে হয়েছিল আর্জেন্টিনাকে। ম্যাচটিতে বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ উরুগুয়ের বিপক্ষে। ৩১ আগস্ট মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচের আগেই মেসিকে জাতীয় দলের জার্সিতে দেখতে চায় আর্জেন্টিনা। মেসিকে খুব প্রয়োজন তাদের। কারণ তিনি থাকাই তো দলের জন্য বাড়তি সুবিধা।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।