দ্বিতীয় টেস্টে অনিশ্চিত রুবেল


প্রকাশিত: ১০:০৩ এএম, ০৩ মে ২০১৫

প্রথম ইনিংসে ২৯৬ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়েও বাংলাদেশ যে এমন দাপটে ঘুরে দাঁড়াতে পারবে তা ছিল অনেকেরই কল্পনার বাইরে। তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে হারের আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত টাইগার ব্যাটসম্যানদের দৃঢ়টায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ড্র হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এমন সাফল্যের পরও একটা দুশ্চিন্তা ঘিরে ধরেছে বাংলাদেশ দলকে। কাঁধের চোটের কারণে অনিশ্চিতা দেখা দিয়েছে পেসার রুবেল হোসেনের দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে ।

খুলনা টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় কাঁধে ব্যথা পান রুবেল। আলোচিত এই পেসারের চোট কতটা গুরুতর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও দেবাশীষ চৌধুরী তা পরিষ্কারভাবে জানাতে পারেননি। শুধু বলেছেন, রুবেলের কাঁধে এখনো ব্যথা আছে। রোববার পুরো দিনটা আমরা দেখব। তাকে দ্বিতীয় টেস্টে খেলার ছাড়পত্র দেওয়া যাবে কি না সেই সিদ্ধান্ত সোমবার আমরা নেব। এখনই কিছু বলা যাচ্ছে না।

খুলনা টেস্টে পাকিস্তানের একমাত্র ইনিংসে ২২ ওভার বল করে ৮২ রান দিলেও কোনো উইকেট পাননি রুবেল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য চার উইকেট পেয়েছিলেন। বিশ্বকাপে নিয়েছিলেন আট উইকেট।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।