হ্যাটট্রিকের রেকর্ডে মেসিকে ছুঁলেন রোনালদো


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ০৩ মে ২০১৭

চ্যাম্পিয়ন লিগের শেষ চারের প্রথম লেগে দুর্দান্ত এক জয় পেয়েছে রিয়াল। ঘরের মাঠে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলের জয়ে ফাইনালের পথে এক পা এগিয়ে গেল রিয়াল। আর এ হ্যাটট্রিক দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মেসির গড়া রেকর্ড স্পর্শ করলেন সিআরসেভেন।

ঘরের মাঠে শুরুটা দুর্দান্ত করেন রোনালদো। ম্যাচের দশম মিনিটে নিজের প্রথম গোল করে দলকে লিড এনে দেন। কাসেমিরোর ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান পর্তুগিজ এই তারকা। ম্যাচের ৭৩ মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মার্সেলোর কাছ থেকে বল পেয়ে তা রোনালদোর উদ্দেশ্যে বাড়ান বেনজেমা। আর গতিময় বলটিকে না থামিয়ে ডান পায়ের বুলেট গতির শটে অ্যাটলেটিকোর জালে জড়ান রোনালদো।

১৩ মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। লুকাস ভাসকুয়েজের ব্যাক পাস থেকে বল জালে জড়ান সিআরসেভেন। আর এতেই চ্যাম্পিয়ন্স লিগে মেসির গড়া সাত হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করেন রোনালদো।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।