৪ বলে ৯২ রান : তদন্ত শেষ, ঘোষণা ৩ মে


প্রকাশিত: ০৪:০৭ পিএম, ৩০ এপ্রিল ২০১৭

দ্বিতীয় বিভাগ লিগে ৪ বলে ৯২ রান দেয়ার চাঞ্চাল্যকর ও সাড়াজাগানো ঘটনার তদন্ত শেষ। সব কিছু ঠিক থাকলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ওই তদন্ত রিপোর্ট ঘোষণা করা হবে।

বিসিবি পটরিচালক ও বোর্ডের বিশেষ তদন্ত কমিটির অন্যতম সদস্য জালাল ইউনুৃস আজ রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দ্বিতীয় বিভাগ লিগের ৪ বলে ৯২ আর ১.৪ ওভারে ৬৪ রানের একজোড়া নজির বিহীন ঘটনার পুরো তদন্ত করে আমরা বোর্ড সভাপতির কাছে রিপোর্ট জমা দিয়েছি। তিনি তা খুঁটিয়ে দেখবেন। তার দেখা শেষে ওই রিপোর্ট প্রকাশ করা হবে।’

জালাল ইউনুস জানান, সম্ভবত ৩মে তদন্ত রিপোর্ট বা ওই দুই ম্যাচে সংঘটিত ঘটনার প্রতিবেদন মিডিয়ার সামনে প্রকাশ করা হবে।

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।