স্ত্রীর সঙ্গে ছেলেও অসুস্থ মাশরাফির


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৭

জাগো নিউজেই সবার আগে সংবাদ প্রকাশ হয়েছে, সাসেক্স থেকে হঠাৎই দেশে ফিরে আসছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওই নিউজেই জানানো হয়েছিল, স্ত্রীর অসুস্থতার সংবাদ শুনেই লন্ডন থেকে ঢাকার পথে রওয়ানা হন মাশরাফি। আজ রাত ১১টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছার কথা রয়েছে তার।

জানা গেছে, মাশরাফির স্ত্রী সুমনা হক শুধু একা নন, অসুস্থ তার ছেলে সাহিল মর্তুজাও। যদিও, ছেলের চেয়ে অসুস্থ বেশি মাশরাফির স্ত্রী। গতকাল অসুস্থ হওয়ার পর তাকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে মোহাম্মদপুরের একটি হাসপাতালে। তবে, অসুস্থটা আসলে কী সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মূলতঃ স্ত্রীর অসুস্থতার কথা শুনেই সাসেক্সে চলা ক্যাম্প থেকে ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন তিনি।

রাত ৮টা নাগাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ছুটি নিয়ে মাশরাফির ফিরে আসার কথা। তারাও জানিয়েছে পারিবারিক কারণে জরুরীভিত্তিতে দেশে ফিরে আসতে হচ্ছে তাকে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা জেনেছি, পারিবারিক জরুরী সমস্যার কারণে মাশরাফিকে ফিরে আসতে হচ্ছে। সাসেক্সে চলা ক্যাম্প থেকে ছুটি নিয়ে ইতিমধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি।’

জানা গেছে, রাত ১১টা নাগাদ ঢাকায় এসে পৌঁছাবেন মাশরাফি। টিম ম্যানেজমেন্টের কাছে কয়েকদিনের ছুটি চেয়েছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী ৪ মে হয়তো আবারও লন্ডনের বিমান ধরবেন মাশরাফি। ১২ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে তিনজাতি ক্রিকেট সিরিজ। এরপর ১ জুন থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।