বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
সুনমাগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে পুলিশের এক কনেস্টবলের মৃতু্য হয়েছে। তার না আবদুর রহমান (২২)। মৃতু্যর আগ পর্যন্ত তিনি সিলেট পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
শুক্রবার রাতে সুনমাগঞ্জের ধর্মপাশা উপজেলায় সেলবরষ ইউনিয়নের আহম্মদপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
শনিবার দুপুর ১২টার দিকে সিলেটে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট পুলিশ লাইন থেকে কনস্টেবল আবদুর রহমান ছুটি নিয়ে শুক্রবার সকালে বাড়িতে গিয়েছিলেন। ওইদিন বিকেলে নিজের বসত ঘরের উপরে থাকা পানির ট্যাংকি পরিস্কার করতে টিনের চালে উঠেন। বিদ্যুতের তার ছিড়ে টিনের চালে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় আবদুর রহমান বিদ্যুৎপৃষ্ট হন। টিনের চালে তার ধাপাধাপির শব্দ শুনে পরিবারের লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করেন। পরে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এমএএস/পিআর