‘সুপার’ বুমরাহ প্রশংসা কুড়ালেন রায়নারও


প্রকাশিত: ০৭:০৮ এএম, ৩০ এপ্রিল ২০১৭

নির্ধারিত ২০ ওভারের খেলায় দু’দল সমানে সমান। অর্থাৎ টস জিতে প্রথমে ব্যাট করে গুজরাট লায়ন্স সংগ্রহ করে ১৫৩ রান। তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসও থামে ওই ১৫৩ রানে। ম্যাচটি টাই হলো; তাই গড়াল সুপার ওভারে। এখানেই পার্থক্য দু’দলের। সুপার ওভারে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছেন জসপ্রীত বুমরাহ।

মুম্বাইয়ে রয়েছেন লাসিথ মালিঙ্গা। তাই দলীয় অধিনায়ক রোহিত শর্মা হয়তো দ্বিধায় পড়েছিলেন। মালিঙ্গা নাকি বুমরাহর হাতে তুলে দেবেন বল? কারণ প্রতিপক্ষের যে দুই ব্যাটসম্যান সুপার ওভারে ব্যাট করবেন, তারা তো টি-টোয়েন্টির ‘রাজা’দেরই দুজন। অ্যারন ফিঞ্চ ও ব্রেন্ডন ম্যাককালাম।

দ্বিধা দূর করে বুমবাহর হাতেই বল তুলে দিলেন রোহিত। প্রথমে ব্যাট করে মুম্বাই তোলে ২ উইকেটে ১১ রান। জিততে হলে গুজরাটকে করতে হতো ১২ রান। সুপার ওভার বলে কথা। মানসিক চাপ তো ছিলই। সেই চাপেই হয়তো নুয়ে পড়েছেন গুজরাটের অ্যারন ফিঞ্চ ও ব্রেন্ডন ম্যাককালাম। বুমরাহর স্লোয়ার আর ইয়র্কারে হয়েছেন পরাস্ত। সর্বসাকুল্যে তুলেছেন ৬ রান। তাই ৫ রানের রোমাঞ্চকর জয় পেল মুম্বাই।

সুপার ওভারে নায়ক বনে যান বুমরাহ। তার প্রশংসা না করলে কি আর চলে? হ্যাঁ, ‘সুপার’ বুমরাহর প্রশংসা কুড়ালেন প্রতিপক্ষ গুজরাট অধিনায়ক সুরেশ রায়নারও। বলেন, ‘দারুণ উত্তেজনাপূর্ণ একটি ম্যাচই হলো। বুমরাহ ভালো বোলিং করেছে। রিজার্ভ সুইং দিয়েছে। সঠিক জায়গায় বল ফেলেছে। সবাই এমনটা করতে পারে না।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।