মেসির সামনে তিনটি পুরস্কারের হাতছানি


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ৩০ এপ্রিল ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা সুপারস্টার করেছেন ১১ গোল। যা এখন পর্যন্ত তাকে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল সংখ্যা ৭টি। তবে তার হাতে এখনও অন্তত দুই ম্যাচ আছে।

আর রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠতে পারলে রোনালদোর হাতে থাকবে ৩ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা এককভাবে জিততে রোনালদোর চাই আর ৫ গোল। রোনালদো আর চার গোল করলে পুরস্কারটা হবে ভাগাভাগি!

লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ জয়ের দৌড়ে অনেকখানি এগিয়ে মেসি। এখন পর্যন্ত ৩১ ম্যাচে তিনি নামের পাশে যোগ করে ফেলেছেন ৩৩ গোল। দ্বিতীয় স্থানে থাকা লুইস সুয়ারেজ করেছেন ৩২ ম্যাচে ২৬ গোল। দুজনের গোলের ব্যবধান ৭। তৃতীয় স্থানে থাকা রোনালদো করেছেন ২৬ ম্যাচে ২০ গোল।

ইউরোপের সেরা হওয়ার লড়াইয়েও এগিয়ে মেসি। তার নামের পাশে আছে ৩৩ গোল (লা লিগা)। মেসির সঙ্গে এই লড়াইয়ে রয়েছেন এডিনসন কাভানি। ফরাসি এই স্টাইকার ৩১ গোল করলেও ফরাসি লিগের রেটিং ১.৫, মেসির চেয়ে ১৯.৫ পয়েন্টে পিছিয়ে তিনি।

পর্তুগিজ লিগে স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার বাস দস্ত করেছেন ২৮ গোল। সমসংখ্যক গোল করেছেন বায়ার্নের রবাট লেভানদোস্কিও। ২৭ গোল নিয়ে পরের অবস্থানেই রয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের অবামেয়াং।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।