পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠাবে আইসিসি!


প্রকাশিত: ০৬:০১ এএম, ২৮ এপ্রিল ২০১৭

লাহোরে পিএসএল ফাইনাল আয়োজন করার পরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া হয়ে উঠেছে সে দেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশ, শ্রীলঙ্কাকে টোপ দিয়ে সে দেশে নিয়ে গিয়ে সিরিজ খেলানোর চেষ্টা যদিও ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে। তবে, পিএসএল ফাইনালের পরই পিসিবি ঘোষণা দিয়েছিল এ বছরের শেষের দিকে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি বিশ্ব একাদশ পাকিস্তান সফর করবে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

সেই বিশ্ব একাদশ পাঠাতে এবার রাজি হয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাকিস্তান বনাম আইসিসি বিশ্ব একাদশ চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ভাবা হচ্ছে।’ চারটি ম্যাচই হওয়ার কথা লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।

পাকিস্তানে ক্রিকেটারদের নিরাপত্তা কেমন, তা খতিয়ে দেখতে পাকিস্তান সুপার লিগের ফাইনালের সময় আইসিসি প্রতিনিধিদল পাঠানো হয়েছিল। তারা ইতিবাচক রিপোর্টই জমা দিয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে।

পাকিস্তান সুপার লিগের চেয়ারম্যান নাজম শেঠিও এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন, পাকিস্তান সফর করবে আইসিসি বিশ্ব একাদশ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক চেয়ারম্যান, আইসিসি কর্তৃক নিযুক্ত পাকিস্তান টাস্কফোর্সের প্রধান জাইলস ক্লার্ক নিশ্চিত করেছেন, পাকিস্তানে বিশ্ব একাদশের সফরের বিষয়টি।

তবে নাজম শেঠি জানিয়েছেন, টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩টি। বছরের শেষ দিকেই যে কোনো সময় আইসিসি বিশ্ব একাদশ পাকিস্তান সফরে আসতে পারে।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।