সাইফ স্পোর্টিংয়ে আরেকজন বিদেশি কোচ


প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৭ এপ্রিল ২০১৭

কয়েকদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নিয়েছেন ঘানার বংশোদ্ভূত ইংলিশ কোচ কিম্বারলি টাইরন গ্রান্ট। এবার তার সহকারী হিসেবে আরেকজন ইংলিশ কোচ এনেছে গত মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ রানার্সআপ হয়ে প্রিমিয়ারে ওঠা ক্লাবটি।

নতুন এ কোচের নাম রায়ান নর্থমোর। নতুন এ কোচ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

সাইফ পাওয়ারটেক প্রতিষ্ঠিত এ ক্লাবটি নামকাওয়াস্তে প্রিমিয়ারে ওঠেনি। তারা প্রিমিয়ার লিগেও ভালো করতে চায়। তাই তো প্রাক-মৌসুমে ক্লাবটি খেলোয়াড়দের এক মাসের মতো কন্ডিশনিং ক্যাম্প করিয়ে এনেছে কলকাতা থেকে। সেখানে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে, যার দুটিই ছিল ইস্টবেঙ্গল যুব দলের বিপক্ষে।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।