বক্সিং ফেডারেশন থেকে আলমের পদত্যাগ


প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৭

বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতির পদ ছেড়ে দিয়েছেন শেখ মুহাম্মদ আলম। বৃহস্পতিবার তিনি ফেডারেশনের সভপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

সভাপতি বরাবর লেখা পদত্যাগ পত্রে শেখ মুহাম্মদ আলম বলেছেন, ‘ফেডারেশনের কার্যক্রম সুন্দরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করেছি। বক্সিং ফেডারেশনের সাধারন সম্পাদক এম,এ,কুদ্দুস খানের স্বেচ্ছাচারিতার কারনে আমি বর্তমান কার্যনির্বাহী পরিষদ হতে পদত্যাগ করলাম।’

শেখ মুহাম্মদ আলমের পদত্যাগ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক এম,এ,কুদ্দুস খান বলেছেন, ‘ফেডারেশনে তো আরো ৩ জন সহ-সভাপতি ও সদস্যরা আছেন। তাদের কাছে জিজ্ঞেস করলেই জানতে পারবেন আমি কি স্বেচ্ছাচারিতা করেছি? আসলে এ সব তার মনগড়া অভিযোগ। তিনি ফেডারেশনের কোনো কর্মকান্ডেই অংশ গ্রহন করেন না।’

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।