মেহেদী মারুফের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জয়


প্রকাশিত: ১১:৪২ এএম, ২৭ এপ্রিল ২০১৭

আগের দিনই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দেশ ছেড়েছেন সাব্বির রহমান, সৌম্য সরকার ও রুবেল হোসেন। তাই দলের সেরা খেলোয়াড়দের হারিয়ে কিছুটা খর্ব শক্তির দলে পরিণত হয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে দারুণ এক সেঞ্চুরি করে সে ঘাটতি পুষিয়ে নিয়েছেন মেহেদী মারুফ। তার সেঞ্চুরিতে ভর করেই ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

বৃহস্পতিবার সাভারের বিকেএসপিতে মেহেদী মারুফের সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ২৮৩ রানের বড় সংগ্রহ করে প্রাইম ব্যাংক। জবাবে ৩৩.৫ ওভারে ১৫৩ রানেই অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে প্রাইম ব্যাংক। ৫৩ রানের ওপেনিং জুটির পর বিদায় নেন নাহিদুল ইসলাম। এরপর অভিমন্যু ইয়াসারানকে নিয়ে আরও ৫৫ রানের জুটি গড়েন মেহেদি মারুফ। তৃতীয় উইকেটেও জাকির হাসানকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন মারুফ।

তবে দলীয় ১৫৯ রানে জাকিরের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। উল্টো ৪৯.৫ ওভারে ২৮৩ রানে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রানের ইনিংস খেলেন মারুফ। ১০৩ বলে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া আসিফ আহেমদ ৩৭ ও অভিমান্যু ৩৩ রান করেন।

ভিক্টোরিয়ার পক্ষে ৪৪ রানে ৩টি উইকেট নিয়েছেন মনির হোসেন। ২টি করে উইকেট নেন মইনুল ইসলাম, রুবেল মিয়া ও ইসলামুল আহসান।

২৮৪ রানের বড় লক্ষ্য তারা করতে নেমে কোন রান না করতেই ২ উইকেট হারায় ভিক্টোরিয়া। এরপর বড় কোন জুটি গড়ে তুলতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ১৫৩ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন সাইফুল হায়াত হৃদয়। এছাড়া নাসিরউদ্দিন ফারুক ২৭, মনির হোসেন ২৫ ও উত্তম সরকার ২৪ রান করেন।

প্রাইম ব্যাংকের পক্ষে ১৪ রানে ৩টি উইকেট নিয়েছে আরিফুল হক। এছাড়া ২টি উইকেট পেয়েছেন আল-আমিন হোসেন।

আরটি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।