মজুরী নেওয়ার সময় প্রাণ হারালেন ৩ শ্রমিক
মাগুরায় শ্রমের মজুরী নেওয়ার সময় প্রাণ হারিয়েছে তিন শ্রমিক। এসময় আহত হয়েছে আরো পাঁচজন। বৃহস্পতিবার রাতে মাগুরা-যশোর সড়কের ভাবনহাটি আঙ্গরদাহ নামক স্থানে মজুরী নেওয়ার সময় পেছন থেকে একটি কার্ভাড ভ্যান ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামাল হোসেন, মকিম উদ্দিন ও শাহাদত হোসেন। তাদের বাড়ি যশোর সদর উপজেলায়।
পুলিশ ও দুর্ঘটনায় আহতরা জানান, বৃহস্পতিবার ভাবনহাটি এলাকায় খাদে পড়া একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান উদ্ধার করতে যশোর থেকে নসিমনযোগে কয়েকজন শ্রমিক ঘটনাস্থলে পৌঁছান। রাত ১১ টায় ওই শ্রমিকরা কাভার্ড ভ্যানটি খাদ থেকে টেনে রাস্তায় তোলেন। কাজ শেষে শ্রমিকরা রাস্তার পাশে দাঁড়িয়ে মুজুরী বুঝে নেওয়ার সময় অপর একটি কাভার্ড ভ্যান উদ্ধার হওয়া কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় দাঁড়ানো শ্রমিকদের মধ্যে ওই তিনজন ঘটনাস্থলেই মারা যান।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এএইচ/পিআর