‘মেসিই সর্বকালের সেরা’


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৫ এপ্রিল ২০১৭

ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার কে? ব্যাপারটি নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। ফুটবলাপ্রেমীদের নিরন্তর বিতর্কের উৎস এই প্রসঙ্গটি। কেউ বলবে পেলে, আবার কেউ বলবে ম্যারাডোনা। তবে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ার তেবাস মনে করেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।

রোববার মেসির দেওয়া জোড়া গোলে রিয়ালের বিপক্ষে জয় পায় বার্সা। আর ওই ম্যাচেই বার্সার হয়ে ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন মেসি।

এ নিয়ে তেবাস বলেন, ` মেসির গোল? মাদ্রিদ সমর্থকদের জন্য বেদনাদায়ক বিশেষত সময়ে গোলের জন্য। তবে লা লিগার জন্য দারুণ। আর এ ম্যাচের পর আমি বলতে পারি মেসিই সর্বকালের সেরা।`

এদিকে রামোস ও পিকে নিয়ে লা লিগা প্রেসিডেন্ট বলেন, রামোস-পিকের ঘটনা ফুটবলের একটি অংশ। মাঠে তারা অনেক চাপে থাকেন। তারা নিজেদের দলকে অনুভব করেন।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।