টস জিতে ফিল্ডিংয়ে মুম্বাই


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৪ এপ্রিল ২০১৭

দুর্দান্ত ফর্মে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬টিতে টানা জয়। সপ্তম জয়ের লক্ষ্যে আজ তারা নিজেদের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে স্টিভেন স্মিথ আর মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের। এই ম্যাচেও টস ভাগ্য গেলো মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার কাছে। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পুনের অধিনায়ক স্মিথকে।

আগের ম্যাচেই অবশ্য মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট। আবার নিজেদের মাঠে আগের ম্যাচে লো স্কোরিং ম্যাচেও দারুণ জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৭ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে নিরঙ্কুশভাবে শীর্ষে রয়েছে তারা।

রাইজিং পুনে সুপারজায়ন্ট জিতেছে মাত্র দুই ম্যাচ। আজ জিততে পারলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে উঠে আসার সম্ভাবনা রয়েছে তাদের। এমনই এক সমীকরণের সামনে দ’দলেই মাত্র একটি পরিবর্তন। ইনজুরির কারণে খেলতে পারবেন না ক্রুনাল পান্ডিয়া। তার পরিবর্তে দলে এসেছেন করণ শর্মা।

রাইজিং পুনে সুপারজায়ন্ট : আজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাথি, স্টিভেন স্মিথ, মহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকস, মনোজ তিওয়ারি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাড়কট, ইমরান তাহির।

মুম্বাই ইন্ডিয়ান্স : পার্থিব প্যাটেল, জস বাটলার, নিতিশ রানা, রোহিত শর্মা, কাইরণ পোলার্ড, হার্দিক পান্ডিয়া, হরভজন সিং, মিচেল ম্যাকক্লেনঘান, মিচেল জনসন, করণ শর্মা, জসপ্রিত বুমরাহ।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।