বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা শরিফ শুরু আজ


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ৩০ এপ্রিল ২০১৫

হজরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু.ছি.আ.) সাহেবের দু` দিনব্যাপী বিশ্ব ফাতেহা শরিফ আজ বৃহস্পতিবার ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। দেশ-বিদেশের লাখো নারী-পুরুষের এ মিলনমেলায় শুক্রবার রওজা শরিফ জিয়ারত ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

২০০১ সালের ৩০ এপ্রিল খাজাবাবা ফরিদপুরী ইন্তেকাল করেন। শুক্রবার মৃত্যুদিবস উপলক্ষে ফাতেহা শরিফ অনুষ্ঠিত হবে। শোক ও বেদনার এ অনুষ্ঠানে ওয়াক্তিয়া নামাজের সঙ্গে নফল ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, মোনাজাত, হামদ, নাতে রাসূল (সা.), মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, রাসূলের (সা.) জীবনাদর্শ ও বিশ্ব অলি কেবলাজান সাহেবের পবিত্র জীবনী আলোকপাত করে ওয়াজ নসিহত অব্যাহত রয়েছে। খাজাবাবা ফরিদপুরীর আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা খাজা মাহফুজুল হক ও খাজা মোস্তফা আমীর ফয়সল সমবেতদের সাক্ষাৎ, সমবেদনা ও নসিহত দান করবেন।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।