রিয়ালের মাঠে রক্তাক্ত মেসি


প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৩ এপ্রিল ২০১৭

জুভেন্টাসের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে রিয়ালের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই মেসির বার্সা। এমন ম্যাচে শুরুতেই মুখ থেকে রক্ত ঝরল মেসির। ব্রাজিলিয়ান তারকা মার্সেলোর আঘাতে মুখ থেকে রক্ত ঝরে মেসির।

৩১ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। আর এক ম্যাচ বেশি খেলে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তাই আজ ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ড্র কিংবা জয় পেলে শিরোপা জয়ের পথে অনেকখানি এগিয়ে যাবে রিয়াল।

অন্যদিকে লা লিগার শিরোপা জিততে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বার্সেলোনা। আজ হেরে গেলে বা ড্র করলে তাদের থাকতে হবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই। বাকি ম্যাচগুলোতে প্রার্থনা করতে হবে যেন রিয়াল ম্যাচ হারে।

তবে লা লিগার শিরোপা জয়ের জন্য নিশ্চয়ই প্রতিপক্ষের হোঁচট খাওয়ার অপেক্ষায় থাকতে চাইবেন না বার্সার তারকা ফুটবলাররা। জয় দিয়েই কিছুটা এগিয়ে যেতে চাইবেন শিরোপার পথে।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।