ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম-নীতি না মানা ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এই অভিযান পরিচালনা করেন।
সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, হাসপাতালের অপারেশন থিয়েটার ও বিভিন্ন কক্ষ অপরিচ্ছন্ন থাকায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম-নীতি না মেনে সনদ ছাড়া সেবিকা ও মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে কার্যক্রম পরিচালনা কারার দায়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, নকশি-বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা এবং খেয়াম ডায়াগনস্টিক সেন্টারকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া হলি ক্রিসেন্ট ডায়গনস্টিক সেন্টার ও জেনালের হাসপাতাটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। তবে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড হাসপাতালের চিকিৎসা সেবার কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসএস/আরআইপি